গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়াধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর ক্ষুদ্রসেচ উইং এর আওতায় নির্বাহী প্রকৌশলী (সওকা), বিএডিসি, লালমনিরহাট রিজিয়ন দপ্তর লালমনিরহাট শহরের মহেন্দ্রনগর, লালমনিরহাট সার গোডাউন এ অবস্থিত। অত্র রিজিয়নের আওতায় ২টি জোন অফিস এবং ৮টি ইউনিট অফিস আছে । জোন অফিস সমূহ ; ১। সহকারী প্রকৌশলী (সওকা), লালমনিরহাট জোন, লালমনিরহাট এবং ২। সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), কুড়িগ্রাম জোন, কুড়িগ্রাম। সহকারী প্রকৌশলী (সওকা), লালমনিরহাট জোন, লালমনিরহাট এর আওতায় ইউনিট সমূহ; ক) লালমনিরহাট সদর ইউনিট (লালমনিরহাট ও আদিতমারি উপজেলা); খ) কালিগঞ্জ ইউনিট ( কালিগঞ্জ ও হাতীবান্ধা উপজেলা); গ) পাটগ্রাম ইউনিট ( পাটগ্রাম উপজেলা)। সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), কুড়িগ্রাম জোন এর আওতায় ইউনিট সমূহ; ক) কুড়িগ্রাম সদর ইউনিট ( কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি উপজেলা); খ) রাজারহাট ইউনিট ( রাজারহাট উপজেলা); গ) উলিপুর ইউনিট ( উলিপুর, চিলমারী ও রৌমারী উপজেলা); ঘ) রাজিবপুর ইউনিট ( রাজিবপুর উপজেলা); ঙ) নাগেশ্বরী ইউনিট ( নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা) ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস